গতকাল বুধবার জেনেভায় এক সংবাদ ব্রিফিংয়ে ডব্লিউএইচওর প্রধান বলেন, ‘আমাদের কাছে এটা এখনো নতুন একটি ভাইরাস। এর বিষয়ে আমরা প্রতিনিয়ত শিখছি। যেহেতু অবস্থার পরিবর্তন হচ্ছে, নতুন তথ্য আসছে, এর ওপর ভিত্তি করে আমরা আমাদের পরামর্শও বদল ফেলব।’ এত দিন মাস্ক ব্যবহারের পরামর্শ না দিলেও এবার সংস্থাটির কাছ থেকে এমন পরামর্শ আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।বিশ্বজুড়ে ছড়াতে থাকা করোনাভাইরাস থেকে মুক্তির কোনো সহজ পথ নেই বলে সতর্ক করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সেই সঙ্গে সংস্থাটি বলেছে, এই মহামারি থেকে বাঁচতে হলে আমাদের লড়াই করতে হবে, একতাবদ্ধ থাকতে হবে ও আরও সক্রিয় হতে হবে।
করোনা সংক্রমণে সৃষ্ট কোভিড–১৯ রোগ নিয়ে গত শুক্রবার এক সংবাদ ব্রিফিংয়ে ডব্লিউএইচওর মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস এ সতর্কবাণী উচ্চারণ করেছেন।ব্রিফিংয়ে ডব্লিউএইচও প্রধান করোনা মোকাবিলায় তিনটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করেন। লড়াই, একতা ও সক্রিয়তা বজায় রাখার পাশাপাশি আতঙ্কিত না হয়ে শান্ত থাকার প্রয়োজনীয়তাও তুলে ধরেন তিনি। বলেন, ‘আমরা এ মুহূর্তে এই লড়াই সবে শুরু করেছি।’ করোনার টিকা পেতে এখনো ১২ থেকে ১৮ মাস সময় লাগবে জানিয়ে আধানোম গেব্রেয়াসুস বলেন, ‘আমরা এ–ও স্বীকার করছি, এই সময়ের মধ্যে করোনায় আক্রান্তদের জন্য ও মানুষের জীবন বাঁচাতে চিকিৎসাসেবার প্রয়োজন।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সংকটময় পরিস্থিতিতে জাতিসংঘের আহ্বানে সাড়া দিয়ে সশস্ত্র দলগুলো যুদ্ধবিরতিতে রাজি হওয়ায় তাদের প্রশংসা করেছে এই বিশ্ব সংস্থা। এই পরিকল্পনার সমর্থনে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ও সাধারণ পরিষদের সদস্যরা খসড়া সিদ্ধান্ত প্রস্তাব তৈরি করেছে।
গত সোমবার জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস যুদ্ধবিরতির আহ্বান জানান। ক্যামেরুন, ফিলিপাইন, ইয়েমেন ও সিরিয়ার সশস্ত্র দলগুলো সম্প্রতি সহিংসতা নিরসনে এগিয়ে এসেছে। ইয়েমেনে নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত মার্টিন গ্রিফিত বলেন, দেশটির সরকার ও হুতি বিদ্রোহীদের কাছে থেকে ইতিবাচক সাড়া পেয়ে তিনি উৎফুল্ল। আশা করি, সব পক্ষ তাদের প্রতিশ্রুতি মেনে চলবে। ইয়েমেনের সাধারণ মানুষের স্বার্থরক্ষায় কাজ করবে। সশস্ত্র বিদ্রোহী দলগুলোর সহিংসতা নিরসনে প্রতিশ্রুতি কীভাবে বাস্তবায়ন করা যায়, তা নিয়ে জরুরি বৈঠক আহ্বান করেছেন গ্রিফিত।
0 Comments