About Me

করোনা ভাইরাস মোকাবেলায় ছাতক উপজেলা ইউএনও মহোদয়ের ডাকে এক ঝাক তরুণ । a bunch of young people to deal with the carunavirus




করোনা ভাইরাস মোকাবেলায় ছাতক উপজেলা ইউএনও মহোদয়ের ডাকে সাড়া দিয়ে উপজেলা প্রশাসনরে অধীনে সেচ্ছাসেবক এর কাজ করতে এক ঝাক তরুণ
রিপোর্টার মোহাম্মদ :: লিটন |
Onlinenews27.
email :: onlinetips72@gmail.com
Facebook page :: http://www.facebook.com/onlinenews27
সেচ্ছাসেবক

বর্তমান করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য বিভাগ পুলিশ প্রশাসনকে সহায়তা করতে পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নে নির্দিষ্ট পরিমান আগ্রহী যুবকদের নিয়ে স্বেচ্ছাসেবক টিম গঠন করা হয়েছে এসব স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষন প্রদান করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রাজীব চক্রবর্ত্তী ১৯/৪/২০২০ইং রোববার সকাল  ১১টায় ছাতক সরকারী ডিগ্রি কলেজ প্রাঙ্গনে পৌরসভা স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ দেয়া হয়েছে । সে সময় স্বেচ্ছাসেবকদের মধ্যে ছিলেন ছাতক পৌরসভার,নোয়ারাই গ্রামের ৪ সদস্য =  
১/ আনসার আহমেদ ।
২/ কাজি রাসেল আহমেদ ।
৩/ পাবেল আহমেদ ।
৪/ তারেক আহমেদ ।
nowari bazar

onlinenews27 ::  ছাতক  ইউনিয়নের আন্নান্য গ্রামের মোট ৩৩ জন স্বেচ্ছাসেবক সেই সময় উপস্তিত ছিলেন ।
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে মানুষকে ঘরে রাখতে রাস্তায় নেমেছেন ছাতক পৌরসভার,নোয়ারাই গ্রামের ৪ জন স্বেচ্ছাসেবক সহ গ্রামের মুরুব্বীয়ান । 
nowari bazar
২০/৪/২০২০ইং সোমবার সন্ধ্যায় নোয়ারাই বাজার সহ আন্নান্য বাজারগুলোতে এবং গ্রামে টহলের মাধ্যমে মানুষকে ঘরে রাখার চেষ্টা করে যাচ্ছে৪ জন স্বেচ্ছাসেবক সেই সময় বলেন , আমাদের যেসব ঘনবসতি এলাকা বস্তি বাসিন্দারা এখনো করোনাভাইরাস এর মতো রোগের ব্যাপারে সচেতন নয় তাই করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে আমরা এলাকায় ও গ্রামে ঘুরে ঘুরে মানুষকে সচেতন করার চেষ্টা করছিআমরা সকল দোকান বা প্রতিষ্ঠান নিদিষ্ট সময়ের মধ্যে বন্ধের অনুরোধ জানালে, বাজারে সকল ব্যবসায়ীগণ তাদের প্রতিষ্ঠান যথাযথভাবে কোনো প্রকার ঝামেলা ছাড়াই বন্ধ করে দেনসন্ধ্যে ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত কোন ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে ঘুরাফেরা করতে দেখা গেলে তাকে দাঁড় করিয়ে পুলিশে খবর দেয়ার জন্যও থানা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছেদোকানপাট সকাল ৬টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত খোলা থাকবে বলে জানিয়েছেন স্বেচ্ছাসেবকরা ।

Post a Comment

0 Comments