যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব মো: আরজ আলী আবারো মাহে রমাদান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরন করিয়েছেন
২৪-০৪-২০২০ইং
শুক্রবার
রিপোর্টার মোহাম্মদ :: লিটন |
Online news
Email :: onlinetips72@gmail.com
Facebook page :: http://www.facebook.com/onlinenews27
সুনামগঞ্জ জেলায় , ছাতক উপজেলায় , নোয়ারাই ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী উদারতা সম্পন্ন ব্যক্তিত্ব যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব মো: আরজ আলী |
যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব মো: আরজ আলী |
মো: ফখর উদ্দিন খান এর প্রচেষ্টায় |
পর পর ২বার খাদ্য সামগ্রি বিতরণ করিয়েছেন । ছাতক উপজেলার ছাত্রলীগ নেতা মো: ফখর উদ্দিন খান এর প্রচেষ্টায় ১ম বার যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব মো: আরজ আলী নিজ এলাকা সহ আরো অন্যান্য এলাকা খাদ্য সামগ্রী হতদরিদ্র মানুষের হাতে তুলে দিয়েছিলেন । সেই সময় উপস্থিত ছিলেন নোয়ারাই ইউনিয়নের সিনিয়র যুবলীগ নেতা মো: ফয়সাল আহমেদ ও রফিকুল ইসলাম | এই ৩ জন রাট দিন পরিশ্রম করে অসহায় হতদরিদ্র মানুষের হাতে খাবার তুলে দিয়েচিলেন।
২য় বার পবিত্র মাহে রমাদান উপলক্ষে ছাতক উপজেলার ছাত্রলীগ নেতা মো: ফখর উদ্দিন খান এর প্রচেষ্টায় নিজ এলাকায় অসহায় হতদরিদ্র ১০০ টি পরিবারের হাতে খাদ্য সামগ্রি তুলে দেন।খাদ্য সামগ্রি বিতরনের সময় উপস্থিত ছিলেন :
১/ ইউনিয়ন ২ নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার জনাব মো: মছব্বির আলী।
২/ নোয়ারাই ইউনিয়নের সিনিয়র যুবলীগ নেতা মো: ফয়সাল আহমেদ।
৩/ যুবলীগ নেতা মো: রফিকুল ইসলাম।
৪/ নোয়ারাই বাজার খান ইঞ্জিনিয়ারিং এর প্রোঃ জনাব মো: তুফায়েল খান বিপন।
0 Comments