রিপোর্টার মোহাম্মদ :: লিটন |
Online newsEmail :: onlinetips72@gmail.com
Facebook page :: http://www.facebook.com/onlinenews27
Onlinenews 27:: করোনাভাইরাস, যার পোশাকি নাম কোভিড-১৯, সেই রোগটিকে এখন বিশ্ব মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা । করোনাভাইরাস এমন একটি সংক্রামক ভাইরাস - যা এর আগে কখনো মানুষের মধ্যে ছড়ায়নি।এই ভাইরাসে বিশ্বব্যাপী প্রাণহানি হয়েছে এক লাখের বেশি মানুষ। বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা ২০ লাখ ছাড়িয়েছে।মানুষের জীবনকে মহা সংকটের মুখে ফেলে দিচ্ছে প্রতিটি মূহুর্ত।
onlinenews27 |
onlinenews27 |
রমজানে রোদ বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন পয়েন্টে পথচারীদের হ্যান্ড সেনেটাইজার দিয়ে হাত ধোয়া,যানবাহনে অতিরিক্ত যাত্রিবহন বন্ধ,বিকাল ৫ টায় দোকানপাট বন্ধ,সামাজিক দুরত্ব বজায় সহ বিভিন্ন দিক নির্দেশনামুলক কর্মসুচি পালন করেন।
এতে উপস্থিত সেচ্চাসেবকদের মধ্যে ছিলেন ছাতক উপজেলার ছাত্রলীগ নেতা মোঃ ফখর উদ্দিন খাঁন , স্বেচ্ছাসেবক টিম সচিব মোঃ খালেদ হাসান ,স্বেচ্ছাসেবক লাহিন আহমেদ,স্বেচ্ছাসেবক জে এস শুভ আহমেদ,আব্দুস সাত্তার,সুমন আহমেদ,হাফিজ কাওসার আলম,শফিকুল আলম,জসিম উদ্দিন, শুভ আহমেদ ।
সাব কমিটির মাহবুব আলম রাসেল, এনামুল খান, সিদ্দিক আলী সুন্দর আলী।
করোনা ভাইরাস মোকাবেলায় জনসচেতনা সৃষ্টি কার্যক্রমে প্রশিক্ষণ প্রাপ্ত স্বেচ্চাসেবকদের সাথে ৩য়দিন অংশগ্রহন করেনছাতক উপজেলা নোয়ারাই ইউনিয়নের শিক্ষা সমিতির সভাপতি ও সিংগেরকাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ মোনায়েন খান মনাই।
ফখর উদ্দিন খান |
ছাতক উপজেলর ছাত্রলীগ নেতা মোঃ ফখর উদ্দিন খাঁন উনার ফেসবুক স্ট্যাটাসে বলেন,উপজেলা প্রশাসনের নির্দেশ মোতাবেক করোনা ভাইরাস প্রতিরোধে নোয়ারাই ইউনিয়ন পর পর ৯ টি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় জনসচেতনতা তৈরি ও জনসমাগম বন্ধের লক্ষ্যে আমরা সেচ্ছাসেবকরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি ।
আগাম বন্যা পূর্বাভাসের জন্য ছাতক উপজেলা ইউএনও স্যারের ঘটিত নোয়ারাই ইউনিয়ন সেচ্ছাসেবক টিমের প্রতিদিনের কর্মসুচি অনুযায়ী কাড়লগাও এক কৃষকের জমিতে ধান কাটা ও অন্যান্য কৃষকের ধান তারাতাড়ি ঘরে তোলার জন্য উৎসাহ প্রদান করা হয়েছে। করোনা ভাইরাস প্রতিরোধে নোয়ারাই ইউনিয়ন বাসীর সহযোগিতা আমাদের একান্ত কাম্য এবং ছাতক উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা সহ দেশবাসীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।
0 Comments