যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব মোহাম্মদ আরজ আলীর পক্ষ থেকে বিভিন্ন এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ । Probasi Aroj ali
রিপোর্টার মোহাম্মদ :: লিটন |
Online news
Email :: onlinetips72@gmail.com
Facebook page :: http://www.facebook.com/onlinenews27
সুনামগঞ্জ জেলায় , ছাতক উপজেলায় , নোয়ারাই ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী উদারতা সম্পন্ন ব্যক্তিত্ব যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব মো: আরজ আলী |
যুক্তরাজ্য প্রবাসী ( আলহাজ্ব মোহাম্মদ আরজ আলী ) |
খাদ্য সামগ্রী বিতরন |
বিতরণের সময় :: যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব মো: আরজ আলী বাংলাদেশের না থাকায় ওনার খালাতো ভাই ছাতক উপজেলা ছাত্রলীগ নেতা মো: ফখর উদ্দিন খান নোয়ারাই ইউনিয়নের ২ নং ওয়ার্ড সহ অন্যান্য ওয়ার্ডের কর্মহীন হতদরিদ্র পরিবারদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন | খাদ্য সামগ্রী বিতরণের সময় ছাতক উপজেলা ছাত্রলীগ নেতা মো: ফখর উদ্দিন খান এর সাথে সহযোগিতায় ছিলেন নোয়ারাই ইউনিয়নের সিনিয়র যুবলীগ নেতা মো: ফয়সাল আহমেদ ও রফিকুল ইসলাম | এই খাদ্য সামগ্রী বিতরন কার্যক্রম শেষ করেন ২ সিনিয়র নেতাকে নিয়ে |
facebook থেকে নেওয়া ছবি |
ছাতক উপজেলা ছাত্রলীগ নেতা মো: ফখর উদ্দিন খান আরো জানান যে, যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব মো: আরজ আলী আরো অনেকবার ত্রাণ বিতরণ করেছিলেন এবং মানুষের বিভিন্ন সমস্যায় সাহায্য ও সহযোগিতা করেছেন |
যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব মো: আরজ আলী সবার কাছে দোয়া চেয়েছেন
0 Comments