১৭ টি দোকান ঘর ভাড়া ফ্রী এবং ২ বার খাদ্য সামগ্রী বিতরণ
রিপোর্টার মোহাম্মদ :: লিটন |
Online news
.email :: onlinetips72@gmail.com
Facebook page :: http://www.facebook.com/onlinenews27
online news :: সুনামগঞ্জ জেলার, ছাতক পৌরসভার ৩নং ওয়ার্ডের সমাজসেবক মো: মোস্তফা দেলোয়ার পারভেজ |
|
facebook profile photo |
মোঃ মোস্তফা দেলোয়ার ( পারভেজ ) এবং উনার আপন বড় ভাই যুক্তরাজ্য প্রবাসী মোস্তফা কামাল ও চাচাতো ভাই যুক্তরাজ্য প্রবাসী মোঃ নাজমুল হোসেন ( রুমেল ) এক ব্যতিক্রমী উদ্যোগ নিলেন | যেহেতু যুক্তরাজ্যের অবস্থা খুব ভয়াবহ করোনা ভাইরাসে তারপরেও এই সিদ্ধান্ত নিয়েছেন দুই প্রবাসী,মোঃ মোস্তফা দেলোয়ার ( পারভেজ ) এর প্রচেষ্টায় | এই দুই প্রবাসী নিজের এলাকার প্রতি এরকম ভালোবাসা দেখালেন | মোস্তফা দেলোয়ার পারভেজ এর প্রচেষ্টায় 3নং ওয়ার্ডের নোয়ারাই গ্রামের লকডাউন থাকায় অসহায় কর্মহীন ৮০ টি পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন | যুক্তরাজ্য দুই প্রবাসী টাকাটা পাঠানোর পর মো: মোস্তফা দেলোয়ার ( পারবেজ ) বলেছেন অনেক দূর থেকে অনেক কষ্টের বিনিময় টাকাটা তুলতে হয়েছে,কারণ করোনা ভাইরাসে বাংলাদেশের অধিকাংশ ব্যাংক বন্ধ রয়েছে |
এর মধ্যে একবার নয় দুইবার ত্রাণ বিতরণ করেছেন বলে জানা গেছে |
মো: মোস্তফা দেলোয়ার ( পারভেজ ) এর প্রচেষ্টায় প্রথমবার নিজ এলাকার ৮০ টি পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দিয়েছেন মোঃ মোস্তফা দেলোয়ার ( পারভেজ ) ও তার আপন বড় ভাই যুক্তরাজ্য প্রবাসী মোঃ মোস্তফা কামাল ও চাচাতো ভাই যুক্তরাজ্য প্রবাসী মোঃ নাজমুল হোসেন রুমেল |
দ্বিতীয়বারও মো: মোস্তফা দেলোয়ার ( পারভেজ ) এর প্রচেষ্টায় লাফার্জ সুরমা সিমেন্ট এর চাকরীচ্যুত ১৫ দিন চাকরি না থাকায় ১০০ টি পরিবারের হাতে খাদ্য তুলে দেন মো: মোস্তফা দেলোয়ার পারভেজ ও তার চাচাতো ভাই যুক্তরাজ্য প্রবাসী মো: নাজমুল হোসেন ( রুমেল ) | বৃহত্তর নোয়ারাই ৩নং ওয়ার্ড, ছাতক পৌরসভা |
খাদ্য সামগ্রী বিতরণের পাশাপাশি ব্যবসা-বাণিজ্য বন্ধ থাকার কারণে উনাদের নিজস্ব মার্কেটের ১৭ টি দোকান ভাড়া এক মাসের জন্য ফ্রি করে দিয়েছেন ।
যুক্তরাজ্য প্রবাসী মোঃ মোস্তফা কামাল এর পরিবার থেকে ফ্রি করে দিয়েছেন নিজস্ব দোকান ৭ টি ।
যুক্তরাজ্য প্রবাসী মোঃ নাজমুল হোসেন রুমেল ফ্রি করে দিয়েছেন নিজস্ব দোকান ১০ টি ।
0 Comments