About Me

প্রয়োজনে দেশ ছেড়ে চলে যাবো; তাও আমার স্বামীকে ফিরিয়ে দিন।" –আবু ত্বহা আদনানের স্ত্রী


Online news 27:: 

-------------------------------------------------------------------------

বাংলাদেশে গুমের মহড়া শেষ হবে কবে ? সকল নাগরিকের আইনি নিরাপত্তা পাওয়া জন্মগত অধিকার। বছরের পর বছর ধরে গুমের মহড়া চলছে আমার সোনার বাংলাদেশে । নাগরিক অধিকারের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে ইসলামিক বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান পর্যন্ত এসে আপাতত পৌঁছেছে।  


বেদনাদায়ক এই অধ্যায়ে হাজারো নাম ও হাজারো পরিবারের বুকফাটা কান্না জড়িয়ে আছে। কাঁদছেন মা, কাঁদছেন বাবা, চোখের পানি ঝরছে স্ত্রীর। গুম হয়ে যাওয়া ব্যক্তির সন্তানের হৃদয়ের কান্না দেশের আকাশ-বাতাসকে ভারী করে তুলেছে। আপনজনেরা জানতেও পারছেন না গুম হওয়া ব্যক্তিটির অপরাধ কি। তারা কি জীবিত নাকি দুনিয়া থেকে চলে গেছেন। কেউ কেউ এখন গুম হওয়া ব্যক্তির আশা ছেড়ে দিয়ে প্রিয়জনের কবরের সন্ধানে আছেন। কত বেদনাদায়ক এ বিষয়। 


গুমের সাথে জড়িত ব্যক্তিরা একটি বারও কি ভেবে দেখবে না, তারা কত বড় অপরাধ করছে? এ ধরনের গুমের ঘটনা শুধু বেদনাদায়ক নয়, দেশের সংবিধান বিরোধী, আইনের চরম পরিপন্থী ও নিঃসন্দেহে মানবতাবিরোধী অপরাধ। 


রাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা দেয়ার দায়িত্ব রাষ্ট্রের। সকলের সন্ধান দিন, তাদেরকে ফিরিয়ে দিন এবং আপনজনদের অভিশাপকে ভয় করুন। মজলুমের অভিশাপ সরাসরি আল্লাহ্‌ তায়ালার কাছে পৌঁছে যায়। কেউ নির্দিষ্ট অপরাধ করে থাকলে তার বিরুদ্ধে রাষ্ট্র আইনগত পদক্ষেপ নিতে পারে। গুম করার অধিকার কারোরই নেই।


প্রিয় ইসলামিক স্কলার আবু ত্বহা মোহাম্মদ আদনান 

আজ ৫ দিন হলো নিখোজ হয়েছে। কারও হুস নাই, দেশ আজ পরীমনি নিয়ে ব্যাস্ত।কোন মিডিয়া এই বিষয় টা নিয়ে নিউজ করেনি। আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আহবান দ্রুত পদক্ষেপ গ্রহন করুন।

Post a Comment

0 Comments