About Me

ছাতকে এনাম হত্যাকারীদের এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ, সংবাদ সম্মেলনে নিহতের স্ত্রীর অভিযোগ

 

আবিদ আলি, ছাতক প্রতিনিধিঃ

ছাতকে প্রতিপক্ষের হামলায় নিহত হাজী মোস্তফা আনোয়ার এনাম হত্যাকাণ্ডে জড়িত মূল আসামীরা এখনো ধরা ছোঁয়ার বাইরে। পুলিশ তাদের গ্রেফতার করতে পারছে না। থানা পুলিশের রহস্যজনক ভূমিকার কারনে মামলা নিয়ে শংকিত হয়ে পড়েছেন নিহতের পরিবার। হত্যা মামলার আসামীরা ফেইসবুকসহ বিভিন্নভাবে বাদীর পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে। শুক্রবার (১২ আগস্ট) বিকেলে নিজ বাড়ীতে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন নিহত এনামের স্ত্রী শামিমা আক্তার রানা। হামলায় নিহত মোস্তফা আনোয়ার এনাম পৌরসভার নোয়ারাই মহল্লার মৃত মতিন মিয়ার পুত্র। গত রমজানের ঈদের আগেরদিন বৃহস্পতিবার (১৩ মে) ইফতারের পূর্বমূহুর্তে তার উপর হামলা চালায় চাচাতো ভাই দবির মিয়া, তার স্ত্রী লাভলী বেগম, চাচা শিহাব মিয়াসহ লোকজন। নিজ বাড়ীতেই এ হামলার ঘটনা ঘটেছে। হামলার পরপরই মোস্তফা আনোয়ার এনামকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে পার্কভিউ হাসপাতালে স্থানান্তর করা হয় । দুটি হাসপাতালে ৮ দিন আইসিইউতে থাকার পর গত ২০ মে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এ হামলার ঘটনার একদিন পর ১৫ মে নিহতের ভাই মোস্তফা জোবায়ের বাদী হয়ে ছাতক থানায় ১০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এ মামলাটি শেষ পর্যন্ত হত্যা মামলা হিসাবে নেয়া হয়েছে। ঘটনার রাতে দু'জনকে আটক করেছে পুলিশ। পরবর্তীতে তাদের হত্যামামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এরপর থেকে পুলিশ আর কোনো আসামীকে গ্রেফতার করতে পারেনি। হত্যাকাণ্ডের পরও হত্যাকারীরা এনামের পরিবারের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দিয়ে তাদের হয়রানি করে যাচ্ছে এমনটিই অভিযোগ তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। সংবাদ সম্মেলনে হত্যা মামলাটি যেকোনো নিরপেক্ষ সংস্থার মাধ্যমে তদন্ত এবং হত্যাকারী দবির মিয়া, সিহাব মিয়া, লাভলী বেগমসহ অন্যান্যদের দ্রুত গ্রেফতারের মাধ্যমে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে আব্দুল মমিন চৌধুরী, ইউপি সদস্য সাজ্জাদুর রহমান, আমির আলী, গোলাম মোস্তফা, জুয়েল মিয়া, এড. আব্দুস সালাম, মোজাম্মেল হোসেন, কাওছার মিয়া চিশতী, সালাহ উদ্দিন, রিপন মিয়া, তাজিম হোসেন, রাজন মিয়া, নিহত মোস্তফা আনোয়ার এনামের মাতা রাবেয়া খাতুন, ভাই মোস্তফা দেলোয়ার পারভেজ, মামলার বাদী মোস্তফা জোবায়ের, এনামের শিশুকন্যা তাওহিদা ও এশা উপস্থিত ছিলেন

Post a Comment

0 Comments