About Me

জাউয়া বাজারে তুচ্ছ কারণে বাস শ্রমিকদের রাস্তা অবরোধ, যাত্রীদের অবর্ণনীয় দূর্ভোগ


onlinenews27:

জাউয়া বাজারে তুচ্ছ কারণে বাস শ্রমিকদের রাস্তা অবরোধের ঘটনা ঘটেছে। গতকাল ( ২৫.০৮.২১) ইং রোজ মঙ্গলবার রাত নয় ঘটিকার সময় মেঘনা বেকারীর সেলসম্যান ও বাসের হেল্পারের মধ্যে বাকবিতন্ডা ও মারামারির ঘটনা ঘটে। 

জানা যায়, মেঘনা বেকারীর সেলসম্যান ও বাসের হেল্পারের মাধ্যমে কথা-কাটাকাটির সূত্র ধরে বাস শ্রমিকরা রাস্তা অবরোধ করে রাখে।

বাসের ড্রাইভাররা নির্দিষ্ট স্টপেজ থাকার পর ও যত্রতত্র বাস থামিয়ে রাখে। এতে অন্য পরিবহনের রাস্তা চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হয়।

বাস ড্রাইভাররা নির্দিষ্ট বাস বে থাকার পর ও যত্রতত্র গাড়ি দাড় করিয় গলি থেকে মেইন রোডে উটার পথে প্রতিবন্ধকতা তৈরি করে। বাস ড্রাইভারদের নৈরাজ্য অতিষ্ঠ যাত্রীগণ। 

জাউয়া বাজারে ইদানীং পরিবহন শ্রমিকদের নৈরাজ্য  ও বেপরোয়া আচরণ বৃদ্ধি পেয়েছেন। 

ঠুনকো কারণে বাস শ্রমিকরা রাস্তা অবরোধ করে রাখে।

জাউয়াবাজারকে নৈরাজ্য করার স্হান হিসেবে বেচে নিয়েছে।  কোনকিছু ঘটলেই জাউয়া বাজারে রাস্তা অবরোধ। 

আগে এমন ঘটনা কখনো ঘটেনি।

প্রত্যক্ষদর্শী একাধিক মানুষের সাথে আলাপকালে জানা যায়,পরিবহন শ্রমিকের ( জাউয়া এলাকার)  দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার,জুমন মিয়ার ইন্ধনে বাস শ্রমিকরা বেপরোয়া হয়ে উটেছে। প্রত্যক্ষদর্শী জানায় এই ঘটনার সময় সে নিজে লাটি হাতে নিয়ে,বাসের গ্লাস নিজে ভেঙ্গে নৈরাজ্য সৃষ্টি করে। 

এলাকাবাসীর দাবি কিছু ঘটলেই বার বার রাস্তা অবরোধ কেন?  এই বিষয়ে প্রশাসনের ব্যবস্থা নেওয়া উচিত। 


জাউয়াবাজার ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি রেজা মিয়া তালুকদার বলেন রাস্তা অবরোধ কখনো কাম্য নয়। এটা মেনে নেওয়া যায়না।

যাত্রীদের দূর্ভোগ দিয়ে কোন আন্দোলন হতে পারেনা।


অনাকাঙ্খিত কিছু ঘটলে স্হানীয় প্রশাসন ও সামাজিক ভাবে এর বিচার হবে। 

এই প্রসঙ্গে জাউয়াবাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আছাদুর রহমান বলেন দুজন পরিবহন শ্রমিকদের মাঝে মারামারি হতে পারে আমরা মুরব্বিয়ানরা বাজার কমিটির সদস্যবৃন্দ মিলে  আপোষ মীমাংসার মাধ্যমে নিষ্পত্তি করব।

রাস্তা অবরোধ করে জনদূর্ভোগ তৈরি সমীচীন নয়, রাস্তা অবরোধ করে যাত্রীদের অবর্ণনীয় কষ্ট দেওয়া এটা খুব দুঃখজনক।

Post a Comment

0 Comments