About Me

মহান, সম্মানজনক ও আদর্শ পেশার নাম শিক্ষকতা

 


ছাতক প্রতিনিধি: 

একজন দায়িত্ব সচেতন শিক্ষকের কী যে সম্মান তা আমি অনুভব করি। গর্ববোধ করি এই মহান পেশায় নিজেকে সম্পৃক্ত করার সৌভাগ্য হওয়ায়। শিক্ষক দিবস উপলক্ষে সম্মানিত শিক্ষকবৃন্দকে শ্রদ্ধা, আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। 

শিক্ষকগণ মানুষ গড়ার কারিগর। 

জাতির চালিকাশক্তি, আলোকবর্তিকা। 

শিক্ষক শিক্ষার্থীকে জ্ঞান, সমাজকে আলো, দেশকে এনে দেন সমৃদ্ধি। 

শিক্ষক হচ্ছেন সেই প্রদীপ যে প্রদীপ অসংখ্য প্রদীপকে প্রজ্জ্বলিত করে।

শিক্ষক হচ্ছেন একমাত্র ব্যক্তি যিনি অন্য সন্তানের সফলতা দেখে আনন্দ পান।

 বাবা-মায়ের পরে শিক্ষকগণই হচ্ছেন একমাত্র  নিঃস্বার্থ গুনীজন, যারা চান তাদের শিক্ষার্থীগণ তাদের চেয়েও বেশি সফলতা অর্জন করুক।

আমাদের মহানবী হযরত মোহাম্মদ (সা.) ছিলেন মানবজাতির শ্রেষ্ঠ শিক্ষক। 


একজন সফল মানুষের পেছনে শিক্ষকের যে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, তা নতুন করে বলার কিছু নেই।

 তিনি যে পড়ুয়াকে শেখাবেন, তাই নয়। 

তিনি তাকে জীবনে চলার পথে পরামর্শ দেবেন, ব্যর্থতায় পাশে দাঁড়িয়ে উৎসাহ দেবেন, সাফল্যের দিনে নতুন লক্ষ্য স্থির করে দেবেন। তিনি তাকে শুধু সফল নয় বারংবার একজন ভাল মানুষ হতে শেখাবেন।

 

আমাদের শিক্ষকগণ সমাজের সবচেয়ে সম্মানিত মানুষ হয়ে বেঁচে থাকুক।

 আমাদের সত্যিকার শিক্ষকেরা থাকুক দুধে-ভাতে, বাঁচুক সম্মানে।

শিক্ষক দিবস সফল হোক। 

আলোকিত মানুষ হওয়ার তাগিদ বুনে দেওয়া সব শিক্ষককে বিশ্ব শিক্ষক দিবসে  জানাই অকৃত্রিম শুভেচ্ছা।

একজন শিক্ষক হিসেবে আমি যেন আমার দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি।

সবার দোয়া কামনা করি। 

মোঃ মোশাররফ হোসেন 

প্রভাষক, সমতা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ।

Post a Comment

0 Comments