About Me

দিরাইয়ে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ আহত ৪

 


ডাক ডেস্কঃ

সুনামগঞ্জের দিরাই-মদনপুর সড়কে যাত্রীবাহী বাস ও সিএসজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টার দিকে দিরাই-মদনপুর সড়কের শরিফপুর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, দিরাই উপজেলার শরিফপুর গ্রামের সাইদুল ইসলাম সজিবের মেয়ে ও পাথারিয়া সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের  শিক্ষার্থী তাওজিয়া বেগম (১৩), শান্তিগঞ্জ উপজেলার হোসেনপুর গ্রামের নুরুজ্জামান (৪২)।আহতরা হলেন, শরিফপুর গ্রামের হিরন মিয়ার মেয়ে ফাতেহা আক্তার (১৩), একই গ্রামের মাসুক মিয়ার মেয়ে সোনা বেগম (১৩) শরিফপুর গ্রামের কটাই মিয়ার ছেলে মকতছর আলী (৬০), আছদ উল্লার ছেলে তালেব আলী (৬০)। আহতদের উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে দিরাই-মদনপুর সড়কের শরিফপুর এলাকায় চট্টগ্রাম থেকে দিরাইগামী সাকিন পরিবহন বাসের সঙ্গে পাথারিয়ামুখী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন ও আহত হন আরো চারজন। দিরাই ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মুছা ভুইঁয়া বলেন, বাসটি চট্টগ্রাম থেকে দিরাই আসার পথে দিরাই-মদনপুর সড়কের শরিফপুর এলাকায় আসলে পাথারিয়ামুখী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় দুইজন ঘটনাস্থলেই মারা যান। উদ্ধার কাজ অব্যাহত আছে। আহতদের উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

Post a Comment

0 Comments