About Me

৬ ডিসেম্বর মুক্ত দিবস পালন উপলক্ষে ছাতকে মুক্তিযোদ্ধাদের প্রস্তুতি সভা

 


ছাতক প্রতিনিধিঃ 

৬ ডিসেম্বর মুক্ত দিবস পালন উপলক্ষে ছাতকে বীর মুক্তিযোদ্ধাদের এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার  ২৮ নভেম্বর সকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যাালয়ে বীর মুক্তিযোদ্ধা সাবেক মেম্বার আলকাছ আলীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। 


উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক সাংগঠনিক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম মোস্তফার পরিচালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ৬ ডিসেম্বর ছাতক হানাদার মুক্ত হয়েছিল।মুক্তিযোদ্ধা দের বীরত্বের কাছে পরাস্থ হয়ে ছাতক ত্যাগে বাধ্য হয়েছিল পাক হানাদার বাহিনী। 


এ অঞ্চলের মুক্তিযোদ্ধাদের বীরত্বগাঁথা ইতিহাস স্মরণে এবং বর্তমান প্রজন্মের কাছে এখানের স্বাধীনতা সংগ্রামের সঠিক ইতিহাস তুলে ধরতে এ দিনটি বিশেষ আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয়ে থাকে। একই দিনে সুনামগঞ্জ জেলা হানাদার মুক্ত হওয়ায় জেলা কমান্ডের উদ্যোগে এ বছর সুনামগঞ্জ জেলায় বিশাল আয়োজনে হানাদার মুক্ত দিবস পালন করা হবে।


সভায় বক্তব্য রাখেন,বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নিজাম উদ্দিন বুলি, আজাদ মিয়া,লাল মিয়া,শাহজাহান মিয়া, আজব আলী,শুকুর আলী, পৌর মুক্তি যোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মাহবুব মিয়া প্রমুখ

Post a Comment

0 Comments