ছাতক-দোয়ারাবাজার সুনামগঞ্জ-৫ আসনে এমপি হতে চান অটোচালক সাচ্চু বিশ্বাস


ফখর উদ্দিন খান, ছাতকঃ 

ছাতক-দোয়ারাবাজার উপজেলা নিয়ে সংসদীয় আসন ২২৮ সুনামগঞ্জ ৫, থেকে এমপি নির্বাচিত হতে চান মোঃ সাচ্চু বিশ্বাস। দীর্ঘদিনের জাতীয় পার্টির কর্মী  মোঃ সাচ্চু বিশ্বাস পেশায় একজন অটোচালক। 

তিনি বর্তমানে আর জাতীয় পার্টিতে নেই। বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের প্রার্থী হিসেবে  গত ৩০ নভেম্বর সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মনোনয়ন পত্র দাখিল করেছেন। 

মোঃ সাচ্চু বিশ্বাস ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের পীরপুর- মল্লিকপুর গ্রামের হায়দার আলী বিশ্বাসের পুত্র। 

তিনি বলেন,জাতীয় পার্টির  নমিনেশন না পেয়ে বাংলাদেশ সংস্কৃতির মুক্তি জোটে যোগ দিয়েছেন। ওই পার্টির হয়ে নির্বাচন করে তিনি বিজয়ী হবেন বলে আশাবাদী। সমাজের গরীব ও অসহায় মানুষের ভোট তার পক্ষে থাকবে। তিনি দীর্ঘদিনের একজন অটোচালক হিসেবে ড্রাইভার শ্রেনীর লোকজনের ভোট তিনিই পাবেন। 

ছাতক প্রতিদিনকে  তিনি জানান,অসুস্থ হয়ে এলাকার লোকজনের কাছ থেকে সহায়তা নিয়ে ভারতে গিয়ে নিজের চিকিৎসা করিয়েছেন। নির্বাচিত হলে ছাতক ও দোয়ারাবাজারে দু'টি উন্নতধরনের হাসপাতাল নির্মাণের ব্যবস্থা করবেন তিনি ।