ফখর উদ্দিন খান, ছাতকঃ
সৌদী আরবে সড়ক দুর্ঘটনায় মৃত্যু বরণ করেছেন বাংলাদশী যুবক রিপন মিয়া। গত রোববার সন্ধ্যায় সৌদি আরবে একটি সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি। রিপন মিয়া সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের জিরাগাঁও গ্রামের নুরুল ইসলামের পুত্র।
প্রতিবেশী প্রবাসীদের সূত্রে জানা যায়, রোববার সন্ধায় কাজ থেকে বাসায় ফেরার পথে সড়ক পারাপারের সময় একটি গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই তিনি নিহত হন। মরদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
তার পরিবার সুত্র জানায়, রিপন মিয়া গত তিনমাস পূর্বে একটি কোম্পানির ভিসায় সৌদি আরব গিয়েছিলেন।স্থানীয় ইউপি সদস্য ওমর গনি জানান,রোববার সন্ধায় কাজ থেকে ফেরার পথে সড়ক পার হতে গিয়ে একটি গাড়ির ধাক্কায় প্রান হারিয়েছেন তিনি।তার মরদেহ দেশে আনার চেষ্টা করা হচ্ছে।
0 Comments