এদিকে নগরীর নিম্ন আয়ের মানুষের মাঝে ব্যক্তিগত ও বিভিন্ন সামাজিক সংগঠন বিচ্ছিন্নভাবে ত্রাণ বিতরণ করছেন বিভিন্ন ওয়ার্ডে। এ কারণে কেউ দু’বার পাচ্ছেন আবার কেউ একবারও পাচ্ছে না। কাজেই সমন্বিতভাবে ত্রাণ বিতরণ ব্যবস্থা করা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নগরীর নিম্নবিত্ত বিভিন্ন শ্রেণির ও পেশার মানুষের অবস্থা প্রায় একইরকম। সকলেই এখন ত্রাণের আশায় নগরীর বিভিন্ন ওয়ার্ডের রাস্তায় ও ফুটপাতে সকাল-রাত পর্যন্ত অপেক্ষমান থাকছেন।এদিকে নগরীর নিম্ন আয়ের মানুষের মাঝে ব্যক্তিগত ও বিভিন্ন সামাজিক সংগঠন বিচ্ছিন্নভাবে ত্রাণ বিতরণ করছেন বিভিন্ন ওয়ার্ডে। এ কারণে কেউ দু’বার পাচ্ছেন আবার কেউ একবারও পাচ্ছে না। কাজেই সমন্বিতভাবে ত্রাণ বিতরণ ব্যবস্থা করা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
গরমে বিস্তারে সম্ভাবনা কতটুকু
অনেকে আশা করছেন যে, তাপমাত্রা বৃদ্ধি পেলে করোনাভাইরাসের বিস্তার কমে যাবে। কিন্তু মৌসুমি রোগের প্রাদুর্ভাবের ক্ষেত্রে যা কাজ করে, মহামারির ক্ষেত্রে অনেক সময় তা প্রযোজ্য হয় না। এ বিষয়ে আরও জানার চেষ্টা করেছে বিবিসি ফিউচার:
অনেক সংক্রমণ রোগের প্রকোপ মৌসুম বা ঋতু পরিবর্তনের সঙ্গে কমে যায়। অনেক ইনফ্লুয়েঞ্জা শীতের মৌসুমে দেখা দেয়, যেগুলো গরম শুরু হলে চলে যায়। আবার টাইফয়েডের মতো অনেক রোগের শীর্ষ সময় গ্রীষ্ম।
সুতরাং অনেক মানুষ এখন জানতে চাইছেন, কোভিড-১৯ বা নতুন ধরণের করোনাভাইরাসের ক্ষেত্রেও তাই ঘটবে কিনা।
এই ভাইরাসের সংক্রমণ চীনে গতবছরের মধ্য ডিসেম্বর নাগাদ শুরু হয়েছিল, যখন সেখানে শীত চলছিল। তখন অনেকেই আশা করতে শুরু করেছিলেন যে, গ্রীষ্মকাল শুরু হওয়ার সঙ্গে সঙ্গে করোনাভাইরাসের প্রকোপও কমে যাবে।
কিন্তু এখন অনেক বিশেষজ্ঞ এ ধরণের মতামতের বিরুদ্ধে সতর্কবাণী জানাচ্ছেন।
তাদের এ ধরণের সতর্কবাণীর পেছনে যুক্তিও রয়েছে।
The condition of people of different classes and occupations in the city is almost the same. All are now waiting in the streets of different wards of the city and pavement in the morning, hoping for relief. Meanwhile, private and different social organizations are distributing relief to different wards among the low income people of the city. Because of this, some are getting twice and no one is getting even once. Therefore, there is a need for a coordinated relief distribution.
0 Comments