দুর্যোগ প্রতিরোধই বড় করে দেখছে ছায়ানট

Chyantat is seeing great disaster prevention

ছায়ানট


করোনা ভাইরাসের জন্য এই মহা সংকটকালে ব্যক্তিপর্যায়ে থেকে পারিবারিক ও সামাজিকভাবে সবাইকে স্বাস্থ্যবিধি অনুযায়ী চলা এবং নিজে নিরাপদ থেকে সবাইকে নিরাপদে রাখতেও এই বিজ্ঞপ্তিতে অনুরোধ জানায় ছায়ানট কর্তৃপক্ষ।

বাঙালির আপন সত্তার স্বাধীনতা আকাঙ্ক্ষা আর মানবকল্যাণের ব্রত নিয়ে ১৯৬১ সালে জন্ম হয় ছায়ানটের। সংগঠনটি বরাবরই সমাজের প্রতি দায়বদ্ধ। ১৯৬৭ সাল থেকে প্রতিবছর রমনার বটমূলে পহেলা বৈশাখের ভোরে বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে আসছে এই সংগঠন। এই উৎসব ১৯৭১ সালে দেশকে শত্রুমুক্ত করার সশস্ত্র সংগ্রামের সময় ছাড় আর কখনোই বন্ধ হয়নি।