শামীম আজাদের গুচ্ছকবিতা

Shamim Azad's collection
কবি শামীম আজাদ
তোমার নিশ্বাস

1.ও নির্বিকার শরীর সন্ধিস্থল
কী অনায়াসে নেয় তুলে
সব ম্লান ময়লা অবিচল।
 বুঝি, আমার শ্রেষ্ঠ ভেন্টিলাইজার।।
নির্ঘুম রাতে নিঝুম কপাটে
ঘাড়ের কাছে তোমার চলাচল
আনে নিদ্রা আনে হাওয়া
আনে অজস্র ঘুমফল।
 মানি, তুমিই আমার শ্রেষ্ঠ ট্র্যাঙ্কুলাইজার।
 তোমার দু’একটি কথা কথকতা
ও ভাবনা সাবানজল
সুন্দর করে ধুয়ে নেয়
সব করোনার অঞ্চল।
 জানি, তুমিই আমার শ্রেষ্ঠ বিষাদ-পিউরিফায়ার।
 প্রকৃতি.
1. Also the body of the idiot
What it takes effortlessly
All dirt is dirty.
Understand, my best ventilator.
On a quiet night in the muted closet
Your movement near the neck
Bring sleep to the air
Bring lots of sleep.
Money, you're my best tranquilizer.
You two have a talk
And think soap water
Washs beautifully
All Coroner Regions.
You know, you're my best grief-purifier.
Nature.
2. দুঃসহ এ শহর ছেড়ে যাওয়া

মৃত মানুষের সংখ্যা
এই নিয়ে হল সাত।
 শেষ মানুষটি এ তল্লাটেই ছিলো
 সেইন্ট প্যাট্রিক চার্চের পরের
চটুল রঙের বাড়িটিতে,
ফ্ল্যাট নম্বর আট।
 হয়তো আমিও দেখিয়াছি তারে
হয়রান হাল সে হতভাগীরে।
চুলের চকচকে
 ট্যাসেল দিয়ে বাঁধা
তার চাকার চেয়ারটি
ঠেলে ঠেলে যেতে।
 রোববারে রোমান রোডে
রবারের কোট পরে উহাতেই
বসিতো সে রোদে।
 কে জানে হয়তো সে গতকালই
হুবহু এমনি কোনো
অথবা প্রায় এই পণ্যশূন্য দোকানেই
এসেছিলো।
 দস্তানা হাতে, মুখে মাস্ক পরে
র‍্যাক থেকে শক্ত শেষ পাউরুটিটি নেড়েচেড়ে
‘অখাদ্য’ বলে রেখে গিয়েছিলো।
আর আজ আমি
 সেই মরা মানুষের পরিত্যক্ত
রুটিটিই ছুঁয়ে দেখিতেছি।
আমারও লাগিতেছে শক্ত!
 ভাবতেই বিষাক্ত সাপের মত
রুটি ছেড়ে র‍্যাক থেকে
ছুঁড়ে যাই, পড়ে যাই।
 কেউ তবু আসে না ধরিতে
দূরে দাঁড়িয়ে বলে মিজ,
ইউ অল রাইট,
ইট ইজ এ ন্যাস্টি ভাইরাস
উই অল হ্যাভ টু ফাইট!
 শুনিলাম সত্য তা,
ইহারাও চিনিতো তারে
সে নাকি আমারই মত ছিল একা।
সমিল বয়স ছিলো, ছিলো শুচিবাই,
 বলিত সে নিজে নিজে কথা!
হয়তো সে সারাদিন ছিল
কোয়ারেন্টাইন্ড
সকালে পার্সেল এলে
 ডোরবেল শুনে
খোলেনি দুয়ার
‘প্লিজ পোস্টম্যান ওখানেই রেখে যাও’ বলে,     
ওয়াশিং লিকুইড দিয়ে পুনরায়
হাত মুখ নখ ধুয়ে
 প্যাকেট খুলিয়া দেখে মেয়ে তার
গরমের দেশ থেকে পাঠায়েছে
তিনখানা মাস্ক আর
বারোটি প্যাকেট ভরা স্যানিটাইজার।
 হয়তো বা তারপর চা বানিয়ে বসে
তারই ভেতর অবশেষে
আমারই মত পেয়েছিল আরো
কিছু চকোলেট বার।
 চিরকুটে লেখা, মা আমার
আশা করি হাত ধুয়ে খুলিয়াছো
আর পরিষ্কার বলছি আবার
এ থেকে দিও না কাউকে
কোন ভাগ, খবরদার!
 হুবহু আমার মত.