সম্মিলিত প্রচেষ্টা ছাড়া করোনা ভাইরাস ঠেকানো সম্ভব নয় : রিজভী

Without the combined effort, the Corona virus cannot be prevented: Rizvi

রিজভী ::{ ঢাকা }

সম্মিলিত প্রচেষ্টা ছাড়া করোনা ভাইরাস সংক্রমণের  বিপদ ঠেকানো সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
Without the concerted efforts, the BNP's senior joint secretary general Ruhul Kabir Rizvi said it would not be possible to prevent the spread of the Corona virus.

রিজভী ::{ ঢাকা }
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে নয়াপল্টনে দলীয় কার্যালয় থেকে এক ভিডিও কনফারেন্সে তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, তথ্য গোপন করে এই মহামারী এড়ানো যাবে না। তাই সঠিক তথ্য দিয়ে এই রোগের ভয়াবহতা বুঝিয়েই জনগণকে কোয়ারেন্টিন মেনে চলতে অনুপ্রাণিত করতে হবে। করোনা ভাইরাস সংক্রমণ রোধ, সুরক্ষা ও প্রতিকারে সরকারের পরিকল্পনা সম্পর্কে প্রকৃত তথ্য দিয়ে মানুষের আস্থা তৈরি করা উচিত।
ভিডিও কনফারেন্সে রিজভী জানান, সরকারের তথ্য গোপন পলিসির সমালোচনা করার কারনে ডিজিটাল নিরাপত্তা আইনে গত কয়েকদিনে বিএনপির ১২ নেতাকর্মী ও চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে। অবিলম্বে তাদের মুক্তির দাবি করেন তিনি।
He said this in a video conference from his party office in Nayapalton on Thursday (April 2) at noon.Ruhul Kabir Rizvi said the pandemic cannot be avoided by hiding information. Therefore, with the right information, it is necessary to motivate people to comply with Quarantine without understanding the horrors of the disease. People's confidence should be built with real information about the government's plans to prevent, protect and cure the Corona virus infection.At a video conference, Rizvi said that 42 BNP leaders and doctors have been arrested in the last few days under the Digital Security Act for criticizing the government's secret policy. He demanded their release immediately.