About Me

নোয়ারাই বাজারে করোনা ভাইরাস মোকাবেলায় জনসচেতনা সৃষ্টি কার্যক্রমে ইউ.আর.সি জনাব মোঃ আহসান হাবিব।U.R.C MD AHSAN HABIB


৪ জন  প্রশিক্ষণ প্রাপ্ত স্বেচ্চাসেবক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এবং বিভিন্নভাবে সহযোগিতায় নোয়ারাই গ্রামের বীরমুক্তিযোদ্ধার সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী, রাজনীতিবিদ, সমাজসেবক ও দানশীল জনাব মোঃ সামছুর রহমান সামছু।
 28-04-2020 ( সোমবার )
রিপোর্টার মোহাম্মদ :: লিটন |
Online news
Email :: onlinetips72@gmail.com
Facebook page :: http://www.facebook.com/onlinenews27

online news 27
বতর্মানে বিশ্বব্যাপী আতঙ্কের এক নাম করোনা ভাইরাস ইতিমধ্যে মহামারী আকার ধারন করেছে মরণঘাতী ভাইরাসটি মানুষের জীবনকে মহা সংকটের মুখে ফেলে দিচ্ছে প্রতিটি মূহুর্ত
Onlinenews27
চলছে করোনা ভাইরাস মোকাবেলার ধারাবাহিক কার্যক্রম-
বর্তমান করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য বিভাগ পুলিশ প্রশাসনকে সহায়তা করতে ছাতক পৌরসভার নোয়ারাই গ্রামের জন  প্রশিক্ষণ প্রাপ্ত স্বেচ্চাসেবক গত কয়দিন যাবত নিরলসভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন ২৭-০৪-২০২০ইং রবিবার নোয়ারাই বাজারে করোনা ভাইরাস মোকাবেলায় জনসচেতনা সৃষ্টি কার্যক্রমে জন  প্রশিক্ষণ প্রাপ্ত স্বেচ্চাসেবকদের সাথে অংশগ্রহন করেন ছাতক উপজেলার ইউ.আর.সি জনাব মোঃ আহসান হাবিব 
তিনি সব ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে বলেন, বিকাল ৫টার মধ্যে সব দোকানপাট বন্ধ করতে হবে তিনি অরো বলেন, এই দোকানপাট বন্ধ নিয়ে যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে ইউ.এন. স্যারের সাথে কথা বলতে হবে বিকাল টার মধ্যে দোকানপাট বন্ধ না করলে ভ্রাম্যমান আদালত কর্তৃক জরিমানা করা হবে সেই সময় উপস্থিত ছিলেন, নোয়ারাই গ্রামের বীরমুক্তিযোদ্ধার সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী, রাজনীতিবিদ, সমাজসেবক দানশীল জনাব মোঃ সামছুর রহমান সামছু জনাব মোঃ সামছুর রহমান সামছু ব্যক্তিগতভাবে শতাধিক অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন তারপরেও জন প্রসিক্ষণ প্রাপ্ত স্বেচ্চাসেবক এর সাথে থেকে বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছেন জনাব মোঃ সামছুর রহমান সামছু নিজের দায়িত্ব থেকেও বেশি করছেন বলে মনে করেন জন প্রশিক্ষণ প্রাপ্ত স্বেচ্চাসেবকরা
সেচ্চাসেবক  সাবকমিটির মধ্যে ছিলেন-
. মোঃ সামছুর রহমান সামছু
. সৈয়দ মোঃ হারনুর রসিদ
. মাও. মোঃ আবুল কালাম
. মোঃ রাসেল আহমেদ
. মোঃ আকল আলী
. মোঃ মফিজুর রাহমান
. মোঃ কবির মিয়া
. মোঃ আশরাফ চৌধুরী মাসুম

. মোঃ জমির আলী

Post a Comment

0 Comments