About Me

করোনা ভাইরাস প্রতিরোধে ছাতক পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের স্বেচ্ছাসেবকরা প্রচারনায় ব্যস্ত ।

করোনা ভাইরাস প্রতিরোধে ছাতক পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের স্বেচ্ছাসেবকরা প্রচারনায় ব্যস্ত


 স্বেচ্চাসেবকরা 

 স্বেচ্চাসেবকরা 
দেশে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার সারা দেশে ঘোষণা করেছে সাধারণ ছুটিকরোনাভাইরাস, যার পোশাকি নাম কোভিড-১৯, সেই রোগটিকে এখন বিশ্ব মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা ২০ লাখ ছাড়িয়েছে।মানুষের জীবনকে মহা সংকটের মুখে ফেলে দিচ্ছে প্রতিটি মূহুর্ত বর্তমান করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য বিভাগ  পুলিশ প্রশাসনকে সহায়তা করতে ছাতক উপজেলা প্রশিক্ষণপ্রাপ্ত স্বেচ্চাসেবকরা নিরলসভাবে তাদের  কার্যক্রম চালিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত।স্বেচ্চাসেবকরা নিজের কথা চিন্তা না করে , পরিবারের কথা চিন্তা না করে ছাতক উপজেলার ইউ.এন.ও মহোদয়  জনাব মোহাম্মদ গোলাম কবির সাহেবের ডাকে সারা দিয়ে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।।।  ছাতক পৌরসভার  প্রত্যেকটি ওয়ার্ডে পাড়া-মহল্লা, রাস্তাঘাট, দোকানপাট, বাজার, হোটেল-রেস্টুরেন্টে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সচেতনতা মূলক ধারাবাহিক কার্যক্রম পরিচালিত করছেন স্বেচ্ছাসেবকরা । কালারুকা ইউনিয়নের আক্রান্ত ব্যক্তির বাড়ি লক ডাউন করে এবং খাবার পৌঁছে দেন স্বেচ্ছাসেবকরা ।
ছাতক উপজেলার স্বেচ্ছাসেবক কমিটির সভাপতি  Mridul Das       ও        সহ সভাপতি Sazzad Mahmud Monir
 
সহ সভাপতি  Sazzad Mahmud Monir এর  facebook statas এ উনি যা বলেছেন ঃঃ 
ছাতক পৌরসভার সেচ্ছাসেবক টিম এর গত টানা,,, ৫ দিন এর কাজের কিছু অংশ,,,,,,,,,
আমাদের একটাই মেসেজ আপনার জন্য,,,,,,
বাছতে হলে বাসায় থাকুন,পরিচিত অপরিচইত ব্যক্তির থেকে সামাজিক দুরত্ব বজায় রাখুন,জরুরি প্রয়োজনে বাহিরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন, বাসায় প্রবেশ এর আগে অবশ্যই হাত পা সাভান দিয়ে ধুয়ে নিন, খাদ্য ভালো করে শিধ্য করে খাবেন, পরিস্কার পরিচ্ছন্ন থাকুন মনে রাখবেন এই নিয়ম কানুন মেনে চলার মাধ্যমে আমরা বাচতে পারি এই মহামারি কোরোনা ভাইরাস থেকে।
অবশেষে ধন্যবাদ জানাই আমাদের এই কাজের জন্য যিনি আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, ছাতকের হাজারো তরুণ প্রজন্মের আই ডল,,,,,,,,,
জনাব মোহাম্মদ গোলাম কবির সাহেব,,,,,
ইউ এন ও ছাতক, সুনামগঞ্জ।
সভাপতি Mridul Das এর  facebook statas এ উনি যা বলেছেন ঃঃ 
উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম কবির মহোদয়ের নির্দেশে এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব চক্রবর্ত্তী স্যারের পরামর্শে আমরা কালারুকা ইউনিয়নের সেচ্ছাসেবক বন্ধুদের সাথে নিয়ে কালারুকা ইউনিয়ন শংকরপুর গ্রামের, "করোনা" আক্রান্ত ব্যক্তি ফখর উদ্দিন এর বাড়িতে পরামর্শ প্রদান করি।ইতিমধ্যে কালারুকা ইউনিয়নের সহযোদ্ধাবৃন্দ আক্রান্ত ব্যক্তির বাড়ি লক ডাউন করে।

ভিডিও ঃঃঃ

অবশেষে বুজা যায় ছাতক উপজেলার স্বেচ্ছাসেবক কমিটি রাত - দিন পরিশ্রম করে যাচ্ছেন নিরলস ভাবে ।
কেও কেও আবার স্বেচ্ছাসেবকদের উপাদি দিচ্ছে বর্তমান বীর মুক্তিযোদ্বা ।

online news 27 এর পক্ষ থেকে সব স্বেচ্ছাসেবকদের জানাই লাল সালাম । 















Post a Comment

0 Comments