Facebook page ::https://www.facebook.com/onlinenews27
Online News 27:: বিশ্ব যখন মহামারী করোনা ভাইরাস এর কারনে ক্লান্তিলগ্নে অবস্তান করছে,গরিব অসহায় মানুষ প্রায় দিশেহারা সেই সময় বার বার উদারতার পরিচয় দিয়ে শুরু থেকেই নিজ এলাকার অসহায় মানুষের পাশে রয়েছেন ছাতক উপজেলা নোয়ারাই ইউনিয়ন ঐতিহ্যবাহি সিংগেরকাছ গ্রামের কৃতিসন্তান লন্ডন প্রবাসী আলহাজ্ব মো: আরজ আলী সাহেব,তিনি যুক্তরাজ্যে থাকার কারনে উনার খালাত ভাই ছাতক উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ ফখর উদ্দিন খাঁন এর মাধ্যমে ৫ম বারের মত নিজ গ্রাম ও অন্য এলাকার ১০০ গরিব অসহায় মানুষের মধ্যে চাল,তেল,আলূ,পেয়াজ,ময়দা সহ বিভিন্ন ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা প্রশাসনের ঘটিত নোয়ারাই ইউনিয়ন সেচ্ছাসেবক টিমের সভাপতি আব্দুল সাত্তার,তুফায়েল খান বিপন,সদস্য এনামুল খান,মাহবুব আলম রাসেল, লাহিন আহমেদ,সিদ্দিক আলী ও জুনায়েদ আহমেদ শুভ।
উপস্থিতদের মধ্যে ফখর উদ্দিন খাঁন ও তুফায়েল খান বিপন বলেন আলহাজ্ব আরজ আলী সাহেব সবসময় সদয় ও অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করেন,উনার মত যদি প্রবাসী বিত্তশালী ভাইয়েরা গরিব মানুষের পাশে থাকেন তাহলে আমাদের মতে কোন অসহায় মানুষ না খেয়ে থাকবে না।তাই সকল বিত্তশালীদের আসহায় মানুষের পাশে থাকার আহবান জানান তারা ।
ছাতক উপজেলা ছাত্রলীগ নেতা মো: ফখর উদ্দিন খাঁন দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন,আল্লাহ যেন আলহাজ্ব মো: আরজ আলী ভাইকে নেক হায়াত দান করেন। আমীন
0 Comments