About Me

ছাতকে বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

 


 Online news 27:: ছাতকে বাল্যবিবাহ প্রতিরোধ, কিশোর-কিশোরীর প্রজনন স্বাস্থ্য, পুষ্টি ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা বিষয়ক এক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ মে) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে মাধ্যমিক পর্যায়ে প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স'র স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব চক্রবর্তীর সভাপতিত্বে ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চৌধুরী রাজীব মোস্তফার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান বলেছেন, বর্তমান সরকার কিশোর-কিশোরীর স্বাস্থ্য ও প্রজনন ব্যবস্থা নিয়ে কাজ করছে। আর ওই কারনে দেশে এখন তাদের মৃত্যুর হার অনেক কমে গেছে। বাল্যবিবাহ প্রতিরোধে সরকারের পাশাপাশি বিভিন্ন এনজিও সংস্থাকে এগিয়ে আসার জন্য তিনি আহবান জানান। তিনি আরো বলেছেন, বাল্যবিবাহ সহ সমাজের বিভিন্ন অপরাধ মূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি করতে শিক্ষকের ভূমিকা অপরিসীম। কারন জাতি গড়ার এ মহান কারিগর সমাজের একটা বিশাল অংশ জুড়ে রয়েছে তাদের পদচারণা। শিক্ষা প্রতিষ্ঠানে নৈতিক শিক্ষার মাধ্যমেই সমাজ থেকে সকল অপকর্ম দূর করতে হবে। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান, সুনামগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক নিরঞ্জন বন্ধু ধাম, সহকারী পরিচালক ননী ভূষণ তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সামছুল আলম প্রমুখ। কর্মশালায় স্কুল ও মাদ্রাসার প্রতিষ্ঠান প্রধানগন অংশ গ্রহণ করেন।

Post a Comment

1 Comments