About Me

ছাতক সিমেন্ট কম্পানিতে কন্টাকটার সেজে টাকা নিয়ে পালিয়েছে সিলেট শেরপুরের দুবাশি মিটু আহমেদ ।


Online news 27: ছাতকের নোয়ারাই গ্রামের শালিশ ব্যক্তিত্ব দুই মুরুব্বির কাছ থেকে আরেকজনের লাইসেন্স দেখিয়ে অনেক টাকা হাতিয়ে নেয় সিলেট শেরপুরের প্রতারক মিটু আহমেদ । টাকা নেওয়ার পরে নাম্বার ব্লক লিষ্টে রেখে দেয় প্রতারক মিটু আহমেদ । 

 

প্রতারক মিটু আহমেদ ছাতক সিমেন্ট কম্পানিতে চায়না এক প্রজেক্টের কাজের জন্য আসে । আসার পর দেখা হয় নোয়ারাই গ্রামের তরুন ব্যবসায়ী মোঃ হাফিজুর রহমান লিটনের সাথে। এরপর প্রতারক মিটু আহমেদ হাফিজুর রহমান লিটনকে বিজনেস পার্টনার হওয়ার অফার করেন। হাফিজুর রহমান লিটন অন্য ব্যবসায় জড়িত বলে তিনি তা নাকোচ করে দেন পরে তিনি নিজ এলাকার দুই মুরুব্বিদের সাথে কথা বলেন। তাতে তারা রাজিও হয়ে যান এই ব্যবসা করার জন্য । এরপর মুরুব্বিরা প্রাতারক মিটুর সাথে যোগাযোগ করেন । পরবর্তীতে হাফিজুর রহমান লিটনের বাসায় মুরুব্বিরা আলোচনার জন্য বসতে বলেন ।  


হাফিজুর রহমান লিটন বলেন, মুরুব্বিরা আর প্রতারক মিটু আমার বাসায় প্রায় দুই ঘন্টার মতো আলোচনা করেন । প্রতারক মিটু সব কাগজ দেখিয়ে বলেছে এটা তার ভাইয়ের লাইসেন্স । মুরুব্বি দুই জন মিটুর সব কথা বিশ্বাস করে নেন এবং তারা সিদ্ধান্ত নেন পার্টনার হওয়া জন্য যা লাগে তাই তারা দিবেন । পরবর্তীতে প্রতারক মিটুকে বিকাশের মাধ্যমে টাকা পাটানো হয় । এরপর থেকে প্রতারক মিটু আর কল দরেনা । 

প্রতারক মিটুর বড় ভাইয়ের কাছে কল দিলে তিনি বলেন আমি এটা দেখছি। তারপর কল দিলে উনিও কল দরেননা । 

মুরুব্বিরা বলেন, তার জন্য আইনি ব্যবস্তা নেওয়া হচ্ছে । সেই সাথে আকুল আবেদন করেন, কেও যদি তাকে দেখে থাকেন তাহলে নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ।

01741-469536 / 01716-395459

Post a Comment

1 Comments