About Me

সমতা স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন সম্পন্ন

 


অনলাইন নিউজ ২৭: দক্ষিণ ছাতকের স্বনামধন্য বিদ্যাপীঠ সমতা স্কুল এন্ড কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের নিয়ে ওরিয়েন্টেশন প্রোগ্রাম সম্পন্ন হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টায় সমতা কলেজ মিলনায়তনে আইসিটি বিভাগের প্রভাষক সাজাদ মিয়ার সঞ্চালনায় শিক্ষার্থী আশরাফুর রহমানের কোরআন তেলাওয়াত ও সহকারী শিক্ষক তপন চন্দ্র দাসের গীতা পাঠের মধ্য দিয়ে সূচিত অনুষ্ঠানে এ সময় শুভেচ্ছা বক্তব্য দেন পৌরনীতি বিভাগের প্রভাষক মোহাম্মদ সিতাব আলী। 

সমতা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ নাসির উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে  বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক আবু সালেহ মুহাম্মদ আব্দুল মুমিন।


 একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামের সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মো. নাসির উদ্দিন বলেন, "আজকের শিক্ষার্থীরাই ভবিষ্যতের কাণ্ডারি। তোমাদের মতো  তরুণদের হাত ধরেই বাংলাদেশ একদিন বিশ্বমঞ্চে দাঁড়াবে। আর এইচএসসি হলো শিক্ষা জীবনের 'টার্নিং পয়েন্ট' এবং এটা উচ্চশিক্ষার ভিত্তিও বটে। তিনি আরো বলেন,  আমাদের সুদৃঢ় আশাবাদ, তোমরা যে স্বপ্ন নিয়ে আজ এখানে এসেছো, তোমাদের ও আমাদের মিশেলে দুবছর পর নতুন এক তুমি হয়ে বের হবে,ইনশাআল্লাহ। 

অধ্যক্ষ মহোদয় উল্লেখ করেন যে, সমতা স্কুল এন্ড কলেজ তোমাদের স্বপ্ন সারথি হিসেবে সর্বদা পাশে থাকবে। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ  কামনা করি ; আমাদের পরিবারে তোমাদের স্বাগত  জানাই।"


অনুষ্ঠানের শুরুতেই নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। 

কলেজের শিক্ষকদের পক্ষ থেকে নবীনদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের প্রভাষক নাজিম উদ্দিন শান্ত, যুক্তিবিদ্যা বিভাগের প্রভাষক গৌছুল হক নাঈম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মোশাররফ হোসেন, অর্থনীতি বিভাগের প্রভাষক রুহুল আমিন, সিনিয়র শিক্ষক সালাহ উদ্দিন প্রমুখ।

Post a Comment

0 Comments